1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক - দৈনিক কুমিল্লার ডাক
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় অস্ত্রসহ তিনজন গ্রেফতার শাহপুর দরবার শরীফের ইমাম নিয়োগ বিতর্কে সাংবাদিক সম্মেলন চৌদ্দগ্রামে নিজঘরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত মনোহরগঞ্জে কিস্তি দেয়ার নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা চৌদ্দগ্রামে প্রসাধনী ব্র্যান্ড হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি দেবীদ্বার উপজেলা মডেল ফারিয়ার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন দেবীদ্বারে “সর্বজনীন পেনশন স্কিম” বাস্তবায়ন সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত কুমিল্লায় মাদক পাচার রোধে ডিএনসিট সেমিনার অনুষ্ঠিত পাসপোর্ট অফিসের তথ্য ফাঁস : প্রতারণা চক্রের ৯ সদস্য গ্রেফতার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন হঠাৎ স্থগিত

চৌদ্দগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চিহিৃত মাদক কারবারি সোহেল আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩০১৩ Time View

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ এলাকার চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করা হয়েছে। আটককৃত সোহেল (৩০) চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামের মিয়াজী বাড়ীর মৃত আব্দুল বারেক মিয়াজীর ছেলে। শনিবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কর্ণেল মাহমুদুল হাসান এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম, বিজিবি’র সহকারী পরিচালক ইমাম হাসান এর নেতৃত্বে বিজিবি’র একটি টিম সহ যৌথ বাহিনী চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায় গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল ও ০৩ পিস কিংফিশার বিয়ার ক্যান সহ চিহিৃত মাদক কারবারি মো: সোহেল মিয়াজীকে আটক করে। এ সময় তাহের নামে অজ্ঞাত এক আসামী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এনএসআই কর্মকর্তা মো: মোহসিন, কাস্টমস কর্মকর্তা মো: নাজমুল হাসান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খাঁন এবং মো: শরিফুল ইসলাম এর সমন্বয়ে পুলিশের একটি টিম। এ ঘটনায় পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল ও পলাতক আসামী তাহের এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা এর উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘র‌্যাব, বিজিবি, পুলিশ সহ বিশেষ বাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভায় যৌথ অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও বিয়ার সহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে চৌদ্দগ্রাম থানায় আটককৃত ব্যক্তি সহ অপর পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com