1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব সেচ্ছায় রক্তদান কর্মসূচির আত্মপ্রকাশ - দৈনিক কুমিল্লার ডাক
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
Title :
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার সেই প্রতারক মেশকাত চৌধুরী গ্রেফতার দেবীদ্বারে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী এখন ৮মাসের অন্তস্বত্বা, আইনের আশ্রয় নিলে হত্যার হুমকি চৌদ্দগ্রামে জামাল হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ আসামী আটক কুমিল্লায় ১৪,০০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন গ্রেফতার কুমিল্লায় কীটনাশকযুক্ত পানি পানে শিশুর মর্মান্তিক মৃত্যু আনারস প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পথে কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের প্রতিশ্রুতি পুলিশ পরিচয়ে ছিনতাই-কোতয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের গ্রেফতার কুমিল্লায় বাবাকে হত্যা : কিশোর গ্যাংয়ের বেপরোয়া আচরণের ভয়াবহ পরিণতি চৌদ্দগ্রামে যুবলীগ সভাপতি হত্যা: নয়জনের মৃত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন

থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব সেচ্ছায় রক্তদান কর্মসূচির আত্মপ্রকাশ

রুহুল আমিন চৌধুরী সুমন :
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪২০৫ Time View

“থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব” একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জায়গা আছে ঘর নেই এমন পরিবারদের ঘর তুলে দেয়া, হতদরিদ্র পরিবারের মেয়ে-ছেলের বিয়ে দেয়া, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধসহ অসহায় মানুষের কল্যানে কাজ করে আসা এই সংগঠনটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর যুব সমাজের আইকন তরুণ সমাজসেবক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিশস্ত হাতিয়ার ছোট-বড় সবার প্রিয় মহানগর যুবদল নেতা ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বুর ঐকান্তিক প্রচেষ্টায় আবারও আলোর পথ দেখতে যাচ্ছে “থিরা পুকুর পাড় রেডিয়াম ক্লাব”।

রেডিয়াম ক্লাব ক্রিকেট টিম।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ আগষ্ট) সকাল ১০ ঘটিকার সময় থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের হল রুমে কুমিল্লা “ল” কলেজের লেকচারার ও থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে “সেচ্ছায় রক্তদান কর্মসূচির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এডভোকেট মনিরুজ্জামান মনির।

উক্ত অনুষ্ঠানের শুরুতে ক্লাবের প্রতিষ্ঠাতা নাট্যকার মরহুম হাফিজুর রহমান গেদু, সাবেক মেম্বার আবদুল মান্নান মোহন, কুমিল্লা বিল্ডাস’র মালিক ও আঞ্জুমানে তালিমূল ইসলামের খলিফা হাজি আবদুল হান্নান, আঞ্জুমানে তালিমূল ইসলামের ভারপ্রাপ্ত খলিফা হাজি আবদুল মান্নান, সমাজসেবক আবদুস সালাম সেলিম, কুমিল্লা মহানগর আ”লীগের সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশনসহ সকল মৃত ব্যক্তিদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন থিরা পুকুর পাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুর রব।

 

মো: জসিম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও সমাজসেবক আবু কাউসার, সমাজসেবক শফি আহমেদ শীবলি (চেয়ারম্যান), আ’লীগ নেতা ও সমাজসেবক মো: ফারুক মিয়া, ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজি মোহাম্মদ আলী দুলাল, মহানগর যুবদল নেতা ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুল হাসান রাব্বু, মহানগর সেচ্ছাবেকলীগের সিনিয়র সহ-সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: জসিম উদ্দিন, কুমিল্লা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কোতয়ালী থানা বিএনপি সাবেক সাধারন সম্পাদক হাজি আবদুস সালাম মাসুক, কুমিল্লা “ল” কলেজের লেকচারার ও থিরা পুকুর পাড় প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও থিরা পুকুর পাড় মাদক নির্মূল কমিটির উপদেষ্টা এডভোকেট মনিরুজ্জামান মনির প্রমূখ।

 

বদরুল হাসান রাব্বু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহজাহান মিয়া, মোহন মিয়া, কদর আলী, নিজাম মাষ্টার, বাচ্চু মিয়া, আবদুস সালাম, মাহবুবুর রহমান, কনু মিয়া, মনা মিয়া, আবুল হোসেন, জাকির হোসেন, শফিক মিয়া, ইদ্রিস মিয়া, আহসান মিয়া, চারন মিয়া, বাদশা, আবদুস সামাদ, মো: জাহাঙ্গীর, মোখলেছুর রহমান, ইয়াছিন ফুল, প্রবাসী জসিম উদ্দিন, খোকন, মিজানুর রহমান, হাফিজুর রহমান জামিল, ব্যাংকার আবু হানিফ, কুমকুম হায়দার রানা, কবির মজুমদার, শহিদুল ইসলাম ছোটন, আস্বাদ আলী, আসিফ ইমরান পাভেল, মো: রফিক, রিয়াজ উদ্দিন অপু, নিপু আহমেদ, এমদাদুল হক স্বপন, তোফায়েল হোসেন কাউসার, আলমাস আহমেদ, জামাল হোসেন নয়ন, ছোটন মাহমুদ, সাগর, ইয়াছিন, ইকবাল, কবির হোসেন, আউয়াল, সোহেল, মিঠু, জুনাল, তুষার, ইউসুফ, সাব্বির, জয়, ইমন, কামাল প্রমূখ।

দর্শকবৃন্দ।

সার্বিক তত্ববধানে ছিলেন, তুষার আহমেদ হেলাল, রুহুল আমিন চৌধুরী সুমন, রিয়াজুল ইসলাম, সিএম মান্না, এমদাদুল হক ইমন, পারভেজ হোসেন, টিপু সুলতান,আসিফ, রাফি, আরিফ, শিহাব, সুজন, বিশাল, সোহান, সাকিব, সাব্বির, শারমিন আক্তার, ঝুমুর প্রমূখ।
রক্ত নির্নয়ের দায়িত্ব পালন করেন, রোবেল হোসেন ও নাজমুল হাসান জিহাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো : শরিফুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com