বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় ১০ বছর পলাতক থাকার পর জাকির হত্যা মামলার আসামি মিজান জেল হাজতে

ইসমাইল নয়ন : প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৯:০২ এএম
ব্রাহ্মণপাড়ায় ১০ বছর পলাতক থাকার পর জাকির হত্যা মামলার আসামি মিজান জেল হাজতে
google news দৈনিক কুমিল্লার ডাক এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামের কসাই কাশেমকে গত ২০১৪ সালের ২ জুন গভীর রাত্রে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা টাটেরা একটি পুকুর পাড়ের জঙ্গলে লাশ ফেলে রাখে।

এই ব্যাপারে কাশেমের বড় ভাই কসাই জাকির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা করে। যার মামলা নাম্বার ০৩-০৬-২০১৪ইং।

পরবর্তীতে কসাই কাশেম হত্যা মামলার বাদী কসাই জাকির হোসেনকে একই বছরের ১৭ নভেম্বর রাতে তার বাড়ীতে গিয়ে একদল দুর্বৃত্ত তাকে ওরষের যাওয়ার জন্য বাড়ী থেকে ডেকে আনে।

পরদিন ১৮ নভেম্বর সকালে নাইঘর নোয়াপাড়া ডিপ টিউবওয়েল ড্রেইনে কাঁদা যুক্ত অবস্থায় জাকির হোসেনের বুকে কয়েকটি ছোরার আঘাতসহ গলা কাটা লাশ ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এই ব্যাপারে জাকির হোসেনের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ৫ জনকে এজাহারনামীয় আসামী ও পূর্বে কাশেম হত্যা মামলার আসামীদের অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা করে।

উক্ত মামলায় ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মোঃ মিজান এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামী। দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর মোঃ মিজান মঙ্গলবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতে স্বেচ্ছায় হাজির হলে মোঃ মিজানের জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

ঘটনার সময় মোঃ মিজান ব্রাহ্মণপাড়া বসবাস করত,বর্তমানে উক্ত মামলার নাম্বার এস টি ৪২৪০/২০১৮।

বিএন‌পির ৩১ দফা বাস্তবায়নে তা‌রেক মুন্সীর গণসংযোগ

দেবিদ্বার প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পিএম
বিএন‌পির ৩১ দফা বাস্তবায়নে তা‌রেক মুন্সীর গণসংযোগ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মঙ্গলবার দিনব্যাপী দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

এ সময় তিনি খলিলপুর বাজার, নূরপুর, ফতেহাবাদ মোকামবাড়ি ও ফতেহাবাদ বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এছাড়া খলিলপুর উচ্চ বিদ্যালয়, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, নূরপুর উচ্চ বিদ্যালয় এবং ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে এ এফ এম তারেক মুন্সী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হলো জাতির পুনর্জাগরণের নকশা। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচারব্যবস্থার স্বাধীনতা, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি পরিবর্তন ও আশার প্রতীক। জনগণ ঐক্যবদ্ধ হলে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস‌্য স‌চিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহফুজ, সদস্য সচিব আব্দুল আলিম পাঠান, ফতেহাবাদ ইউনিয়ন পূর্ব বিএনপির সভাপতি শাকিল মুন্সী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পশ্চিম শাখার সভাপতি এডভোকেট সোহরাব হোসেন, সদস্য সচিব দৌলত খান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান হাসান, উপজেলা যুবদলের সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম নিজামী, কুমিল্লা উত্তর জেলার সদস্য মাকসুদুর রহমান রাসেল, সুবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউছার মোল্লা।

এছাড়াও উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

জামায়াত একটি মানবিক দেবিদ্বার উপহার দিতে চায় —–সাইফুল ইসলাম শহীদ

পারভেজ সরকার, দেবিদ্বার প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম
জামায়াত একটি মানবিক দেবিদ্বার উপহার দিতে চায় —–সাইফুল ইসলাম শহীদ

 

দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. হারুনুর রশিদ এর সঞ্চালনায় ও হাজী আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪(দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান।
আরে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা কাজী আবদুস সাত্তার, গোলাম কিবরিয়া, কেফায়াত উল্লাহ,হেলাল উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো মানুষের তৈরী আইন দিয়ে সমাজ পরিচালনা করেছে আর জামায়াত আল্লাহর দেয়া আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। দুর্নীতি মুক্ত একটি মানবিক দেবিদ্বার গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লাকসামে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সামিরা আজিম দোলা

মো: ইমরান হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:২০ পিএম
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লাকসামে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন সামিরা আজিম দোলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা’র উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে লাকসাম পৌরসভা ও আশপাশের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সামিরা আজিম দোলা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নই আমাদের একমাত্র লক্ষ্য। এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে সচেতন করছি—যেন তারা আগামীর আন্দোলনে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখে।

পথসভায় অংশগ্রহণ করেন বিএনপি নেতে হাজী জসীমউদ্দীন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি নেতা
আলী আশরাফ রফিকুল ইসলাম জাহাঙ্গীরআলম
যুবদল ফরিদউদ্দিন ,রবিউল হোসেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় লাকসাম উপজেলার বিভিন্ন ওয়ার্ডে জনগণের হাতে ৩১ দফার প্রচারপত্র পৌঁছে দেওয়া হয় এবং বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন পর বিএনপি নেতাদের এমন গণসংযোগ কর্মসূচি এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

×