1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
চান্দিনায় মহাসড়কে হাট-বাজার ফুটপাত দখল করে দোকানপাট - দৈনিক কুমিল্লার ডাক
সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
Title :
ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি : ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত হারানো পরিবারের সন্ধানে মোহাম্মদ ইয়াসিন: এক দশক পরেও মা’কে খুঁজছেন চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ দেবীদ্বারে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত “আনারসের জোয়ারে উত্তাল কুমিল্লা সদর দক্ষিণ : ইঞ্জিনিয়ার রিপনের বিজয়ের প্রত্যয়ে মুখরিত জনতা” চৌদ্দগ্রামে উদয়ন ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর গোমতীর পাড়ে বেপরোয়া মোটরসাইকেল চালকের চাপায় শিশু গুরুতর আহত

চান্দিনায় মহাসড়কে হাট-বাজার ফুটপাত দখল করে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১১৪ Time View

 

কুমিল্লার চান্দিনায় ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বসছে হাট-বাজার! হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় দীর্ঘদিন মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে বাণিজ্য করেছে একটি মহল। এছাড়া মহাসড়কের স্টেশন এলাকাগুলোর ফুটপাত ও বাস (বাসে যাত্রী উঠানো-নামানোর জায়াগা) দখল করে রীতিমত দোকান-ঘর তৈরি করে দখলে নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে যাচ্ছে শতাধিক অসাধু ব্যবসায়ী। দেশের অন্যতম গুরুত্বর্পূণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি চান্দিনা উপজেলায় রয়েছে প্রায় ২০ কিলোমিটার। ওই ২০ কিলোমিটার মহাসড়কে রয়েছে ৩টি বড় স্টেশন। এর মধ্যে চান্দিনা-বাগুর বাস স্টেশনটি সর্ব বৃহৎ। ওই স্টেশনের দুই পাশের ফুটপাত দখল করে নিয়ে গড়ে উঠেছে শতাধিক দোকান-পাট। এসব সারি সারি ভ্রাম্যমাণ দোকানের কারণে নির্ধারিত স্থানে বাস না থেমে থামছে মহাসড়কের উপর। যারফলে যানজট এখানে নিত্যসঙ্গী। প্রতিটি স্টেশন এলাকার দোকানগুলো থেকে ১-২শ টাকা করে চাঁদা আদায় করেছে একটি মহল। গত ৭ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন সেখানে উচ্ছেদ করলেও ২/৩ দিনের মাথায় অজ্ঞাত কারণে আবার বসছে দোকান-পাট। সপ্তাহের প্রতি রবি ও বুধবার চান্দিনার মাধাইয়া বাজার। ওই বাজার সম্প্রসারিত হয়ে মহাসড়কের চান্দিনার মাধাইয়া বাস স্টেশনের পাকা সড়ক দখল নেয়। প্রতি বছর বাজারের ইজারাদার পরিবর্তন হলেও মহাসড়কের দখলের পরিবর্তন আজও হয়নি। মহাসড়কের উপর কাঁচা বাজার বসিয়ে, ভ্রাম্যমান কাপড়-চোপড়, খাবারের দোকান বসিয়ে আদায় করা হচ্ছে বাজারের খাজনা নামের চাঁদা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানি জানান, আকারে ছোট-বড় ব্যবসার ধরণ বুঝে প্রতি দোকান থেকে প্রতিদিন ৫০ থেকে ২০০ টাকা করে দিতে হচ্ছে। একদিন টাকা না দিলে পরের দিন আর ওই দোকান বসতে দেয় না ওই চাঁদা আদায়কারীরা। টাকা দিতে দেরি হলে তারা নানা ধরণের হুমকি-দামকিও দেয়। এছাড়া বিভিন্ন স্থানে যানবাহনের ষ্টেশন থেকেও টাকা আদায় করা হচ্ছে। আর এ টাকার ভাগ পুলিশসহ বিভিন্ন দপ্তরে যায় বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা।মাধাইয়া বাজার ইজারাদার অহিদ উল্লাহ সরকারের মোবাইলে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে ইজারা কাজে সহায়তাকারী বজলুর রহমান জানান, মহাসড়কে কাউকে মালামাল নিয়ে বসতে বলা হয়নি। আমরা বাজার ইজারা দিয়েছি সেটার খাজনা আদায় করি। মহাসড়কে বসা ব্যবসায়ীদের নিকট থেকেও খাজনা নিচ্ছি। মহাসড়ক ইজারা নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা মহাসড়কে বসলে আমরা কি করব? তাদের নিষেধ করা হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, মহাসড়কে বাজার বসার কোন সুযোগ নেই। মহাসড়ক দখল মুক্ত করতে আমাদের সর্বাত্মক চেষ্টা রয়েছে। চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব জানান, মহাসড়কে যারা এসব বসাচ্ছে তাদের চিহ্নিত করে হাইওয়ে পুলিশের সাথে পরামর্শ করে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com