1. billalhossain@cumillardak.com : দৈনিক কুমিল্লার ডাক : দৈনিক কুমিল্লার ডাক
  2. : admin :
  3. Editor@gmail.com : Comillar Dak : Comillar Dak
  4. Noman@cumillardak.com : Noman :
বাবা! - দৈনিক কুমিল্লার ডাক
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
মুরাদনগরে অন্তঃসত্বা গৃহবধূকে জবাই করা পাষন্ড স্বামী আটক ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার কুমিল্লায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা : সাতজন গ্রেপ্তার দেবিদ্বারে ১৬ কেজি গাঁজাসহ কারবারী গ্রেফতার চৌদ্দগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজান আটক চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ কুমিল্লায় এক জাহাঙ্গীরে সর্বশান্ত বহু পরিবার কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন চৌদ্দগ্রামে মধ্যম চাঁন্দিশকরা দো-তলা মসজিদের মুয়াজ্জিনকে বিদায়ী সংবর্ধনা চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের চারজন আহত, থানায় অভিযোগ

বাবা!

তাহরিমা ইসলাম :
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪৯ Time View

আজ ছ’বছর হলো বাবা নেই কিন্ত জানালার পাশের হাসনাহেনা গাছটা দিব্যি প্রানবন্ত। নিয়ম করে গাছে নতুন পাতা গজাচ্ছে,সময়ে অসময়ে ফুল দিচ্ছে, যদিওবা নিয়ম করে গাছে পানি দিতে বলার মানুষটি বেঁচে নেই আজ।
বিজ্ঞান বলে মরীচিকা বলতে কিছু নেই।মরিচীকা কেবলি বৃষ্টিস্নাত রাস্তায় এক চিলতে রোদে ক্লান্ত পথিকের দৃষ্টিভ্রম। আমার মনে হয় বটবৃক্ষহীন পরিবারে বটবৃক্ষকে জড়িয়ে স্বপ্নবুনে যাওয়া মানেই মরিচীকা। নতুবা সদ্যোজাত সন্তানকে ঘিরে সদ্য বাবা হওয়া মানুষটার ছোট ছোট স্বপ্ন বুনে যাওয়া ই হলো মরিচীকা।
ভাইটা তার অনুভূতির স্থানে লিখেছে-
প্রান্তরে সেই বটবৃক্ষটা নেই বলেই আজ
ক্লান্ত পথিকের দেহ জুরানোর ক্ষেত্র সংকুলান।
এ যেন পথিকের চির দুর্দিন।।
…………………………………………………….প্রিয় বাবা।
মনে হলো মরীচিকা দেখা ঐ ক্লান্ত পথিকটা যেন সে।অথচ যে বয়সে বাবার সাথে ক্যারাম খেলায় মেতে ওঠেছিলো ঠিক তখনি বাবা প্রান্তরে হারিয়েছিলো।।

ছ’বছরে কতদিন হিসেব না করে এটা বলা যায় প্রতিটা দিন বাবাময় আমার। রসুই ঘরের সামনের পেয়ারা গাছ, বাগানে জলপাই গাছ সব বাবার রোপণ করা। শ্রান্ত শরীরে ফিরে যে তৃপ্তির আলু ভর্তা, তাও আমার বাবার থেকে শিখা। পৃথিবী সকল অমৃত রান্না ছিলো বাবার রান্না। মায়ের অসুস্থতা কষ্টের হলেও সুখের ছিল বাবার রান্না করা খাবার খাওয়া যা কতশত দিন হয় না।আমার বাবা ছিলেন নীরব বয়ে চলা নদী। কখনো জোয়ার, কখনো ভাটার মাঝে দিন কাটানো শিক্ষা দেয়ার একমাত্র শিক্ষক ছিলেন বাবাই। প্রতিকূলতা কাটিয়ে নীরবে বহমান জীবনের প্রতিটি ধাপ নিখুঁতভাবে বাবার কাছেই শিখা। চলতে চলতে অনুধাবন করেছি জীবনের সামান্যতম হলেও সমস্ত অর্জন ও অগ্রগতির নেপথ্যের নায়ক আমার বাবা। বাবাই সব অনুপ্রেরণার উৎস।
ফ্রাংক এ. ক্লার্কের একটা বিখ্যাত উক্তি, ‘একজন বাবা তার সন্তানকে ততটাই ভাল বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন।’ আমার বাবাও এর ব্যতিক্রম ছিলেন নয়।
বরং তারচেয়ে বেশি স্নেহে পথ চলতে শিখিয়েছিলেন। জিবনের সমস্ত গল্প যেন ঐ একটা শব্দে আটকে গিয়েছে। এ আটকে যাওয়ার মায়া অপ্রতিরোধ্য স্বপ্ন জাগিয়ে যায়।অদ্ভুত সুন্দর স্বপ্ন।
ছুঁইছুঁই করে স্বপ্নের জন্য অবিরাম এইপথ চলা।

বাবা, ভীষণ স্মৃতিকাতর তোমার মেয়ে আজও তোমার স্মৃতি জড়িয়ে ঘুমোতে যায়। দীর্ঘশ্বাসে আনমনে বলে যায়-ইস, কল্পিত মহারাজ যদি বাবার মতো হতো!
ভালো থেকো বাবা মহাকাল দুরুত্বে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © comillardak.com