চট্টগ্রামে ডিবির অভিযানে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর কঠোর নির্দেশনায় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা। এই অভিযানের ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৫ খ্রিঃ দুপুর ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল পটিয়া পৌরসভা এলাকার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে হোটেল নুরজাহান এন্ড বিরিয়ানী হাউসের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই টিটু দত্ত ও এএসআই আনোয়ার হোসেন বাবু। পটিয়া থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে মোটরসাইকেলে আরোহী দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সাইদুল ইসলাম ফয়সাল (২৫), পিতা- আবু সৈয়দ, মাতা- শাহীন আক্তার, সাং- এনায়েত বাজার, বাটালি রোড, বরফ গলি, আজিজ রহমানের বাড়ি, ২২ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম।
মোঃ সালাউদ্দিন (৩৬), পিতা- মৃত ওজিউল্লাহ, মাতা- মৃত রাজিয়া খাতুন, গ্রাম- মুছাপুর, মালেক বাজার, ফলমান বাড়ি, ০২ নং ওয়ার্ড, মুছাপুর ইউনিয়ন, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী।
জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেন যে তারা অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে পিস্তলটি বহন করছিলেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পটিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এই অভিযান শুধু একটি অস্ত্র উদ্ধার নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা অপরাধের শিকড় উপড়ে ফেলার এক সাহসী পদক্ষেপ। এই অভিযান প্রমাণ করে, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ আপসহীন, অটল এবং দৃঢ়প্রতিজ্ঞ।











