নাথেরপেটুয়ায় ৭ বছরের ভাড়া না দিয়ে জমি দখলের পায়তারা , মালিককে হত্যার হুমকি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় মোঃ আবু বকর ছিদ্দিক আলমগীর নামে এক জমির মালিকের জায়গা দখলের চেষ্টা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন এসব কথা বলেন আবু বকর ছিদ্দিক আলমগীর।
অভিযোগে জানা যায়, ২০১৯ সালের ১ মে তারিখে আলমগীর তার ১২ শতক জায়গা স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে স্ট্যাম্প চুক্তির মাধ্যমে ১৮ বছরের জন্য রফিকুল ইসলাম বাবুলকে এলপিজি গ্যাস স্টেশন করার উদ্দেশ্যে ভাড়া দেন।
চুক্তির এক মাস পর বাবুল দাবি করেন, চট্টগ্রাম বন্দরে তার পাম্পের মালামাল আটক রয়েছে—এমন অজুহাতে তিনি আলমগীরের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আরও একটি স্ট্যাম্প সংগ্রহ করেন। পরে জানা যায়, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
জমিটি ভাড়া নেয়ার পর থেকে গত ৭ বছরেও আলমগীরকে এক টাকাও ভাড়া পরিশোধ করেননি বাবুল। পরবর্তীতে আলমগীর ভাড়া দাবি করলে বাবুল তা দিতে অস্বীকৃতি জানান এবং জোরপূর্বক কাজ চালিয়ে যেতে থাকেন। এতে বাধা দিলে তিনি আলমগীর ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ ও গুম করার হুমকি দেন।
ঘটনার পর এলাকাবাসীর পরামর্শে আলমগীর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়িতে একাধিকবার সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে প্রমাণিত হয়, আলমগীরের কাছ থেকে নেওয়া দ্বিতীয় স্ট্যাম্পটি প্রতারণার মাধ্যমে নেওয়া হয় এবং তা অগ্রহণযোগ্য ঘোষণা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এরপরও বিবাদী বাবুল ৭ বছরের ভাড়া পরিশোধ না করে উল্টো জায়গা দখলের চেষ্টা চালান। আলমগীর বেড়া দিতে গেলে বাবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বেড়া ভেঙে ফেলে, পরিবারের সদস্যদের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ।
এলাকাবাসীর সহায়তায় আলমগীর পুনরায় বেড়া দিয়ে জায়গাটি নিজের হেফাজতে নেন। কিন্তু বাবুল ও তার সহযোগীরা এখনো প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন আলমগীর।
এ ঘটনায় তিনি ও তার পরিবার সরকারের কাছে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দাবি করেছেন।














