বিদ্যালয়ের অবৈধ দেয়াল তোলায় আদালতে প্রবাসীর পরিবার
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কামারবাগ গ্রামের এক প্রবাসীর বসতভিটার চলাচলের রাস্তায় অবৈধভাবে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কামাইরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী দুলাল মিয়ার পরিবার আদালতের শরণাপন্ন হয়েছেন।
প্রবাসী দুলাল মিয়ার মাতা নাজমা আক্তার বাদী হয়ে কুমিল্লার সিনিয়র সহকারী জজ আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলার আবেদন করেছেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর মৌজার খতিয়ান নম্বর ১২০০, ১২০১ ও ১২০২ এবং দাগ নম্বর ৪২৫৩-এর মোট ৪২ শতক জমির মধ্যে বাদীপক্ষের বৈধ মালিকানা রয়েছে ১৪ শতক জমিতে। দীর্ঘদিন ধরে ওই অংশে তাদের বসতবাড়ি ও যাতায়াতের রাস্তা বিদ্যমান।
বাদীর অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাদের চলাচলের রাস্তার পাশ ঘেঁষে অবৈধভাবে দেয়াল নির্মাণ শুরু করে। এতে পরিবারের সদস্যদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সাথে এলাকাবাসীর মসজিদের যাতায়াতের রাস্তাটিও বন্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়। আদালতে ডায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত কামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি ও সেক্রেটারি বরাবর শোকজ নোটিশ তলব করেন।যা ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার নোটিশটি গ্রহণ করেছেন বলে নিজ মুখে স্বীকার করেন।
নথি অনুযায়ী, পূর্বে জমিটি আছর রহমান, হিন্দুপ্রসূত হরিপদ রায়সহ কয়েকজনের মালিকানায় ছিল। পরবর্তীতে পারিবারিক আপোষ মীমাংসার মাধ্যমে জমির অংশ ভাগাভাগি হয় এবং বাদীপক্ষ ১৪ শতক অংশে মালিকানা ভোগ করতে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সেই জমির রাস্তা দখল করে দেয়াল তোলার উদ্যোগ নেয়।
বাদীপক্ষের আইনজীবী জানান, সরকারি বিদ্যালয়ের নামে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করা বেআইনি। আদালতের আদেশ ছাড়া কেউ এমন স্থাপনা করতে পারে না। আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা জারি হলে বাদীপক্ষের চলাচলের রাস্তা আগের অবস্থায় ফিরে আসবে।
এ বিষয়ে কামাইরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম বলেন এ বিষয় আমি কিছু বলবো না











